Baba Dayal Song Lyrics – Baccha Shoshur Movie

Baba Dayal Song Lyrics

পার করো আমায় বাবা দয়াল
তোমারি লীলা তুমি সর্বোদয়।

নাক মে করতে দাম্মা
পিছে পিছে গাম্মা
পাগল হো গায়া হাম কেয়া কারে।

রোজ সকালে উঠিয়া আমি মনে বলি
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি
বোকার দুস্টুমি থামে না রে ভাই
সারাদিন হই-হুল্লোড় লেগেছে রে তাই।

নাক মে করতে দাম্মা
পিছে পিছে গাম্মা
পাগল হো গায়া হাম কেয়া কারে।

সুখ শান্তি নাই রে যেদিকে যাই রে
উড়ে এসে জুড়ে বসে হারামজাদা
কি মিষ্টি মুখ তার, রূপ যেন পেচমার
হাতে পরে গিয়ে জীবন হলো ছারখার
বাঁচা কেউ আমায়, কোনো উপায় বলে দাও।

Also, Read about: