Konya Re Song Lyrics – Ke Tumi Nandini Movie

Konya Re Song Lyrics

কন্যা রে, কন্যা রে,
তোর রূপের মধু মন ভোলায়
আঁকে বাঁকে রোদ ডাকে তোর গালে রাঙা রং মাখায়।
মিছে বায়না করে আয় না তোর চোখেরই ভাষায়,
চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকায়।

উড়ে যাই ডানা মেলে আজ রে কন্যা,
দক্ষিণে উতলা বাতাস।

তোর আশায় পথ চেয়ে একতারাটা গাইছে গান,
তোর পথে রোজ ফোঁটে ফুলেদেরই অভিমান।
মিছে বায়না করে আয় না তোর চোখেরই ভাষায়,
চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকায়।

উড়ে যাই ডানা মেলে আজ রে কন্যা,
দক্ষিণে উতলা বাতাস।

তোর কাঁধে ঢেউ দিলে মোর গাঙে ওঠে বান,
তোর চুলে মন ভুলে বাতাস ও গেয়েছে গান।
মিছে বায়না করে আয় না তোর চোখেরই ভাষায়,
চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকায়।

উড়ে যাই ডানা মেলে আজ রে কন্যা,
দক্ষিণে উতলা বাতাস।

Also, Read about movie download websites: