Tapur Tupur Song Lyrics – Rosogolla Movie

Also, Read about :

Tapur Tupur Song Lyrics

টাপুর টুপুর বৃষ্টি নুপুর,
জল ছবিরই গায়
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায়,
রে মেঠো সুরের ছায়।

রং বেরঙের বেলোয়ারী
সাতরঙা রং মুখ
তোর মুখেতেই লুকিয়ে আছে
জীবন ভরের সুখ,
রে জীবন ভরের সুখ।

যখন শিমুল পলাশ ঝরবে পথে,
দুলবে হাওয়া বুকে
থাকবো দুজন দুজনাতে
শপথ নিয়ে বুকে।
শিমুল পলাশ ঝরবে পথে,
দুলবে হাওয়া বুকে
থাকবো দুজন দুজনাতে
শপথ নিয়ে বুকে।
গাইবো তোরই দৃষ্টিপানে
এক সুরেরই গান।

টাপুর টুপুর বৃষ্টি নুপুর,
জল ছবিরই গায়
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায়,
রে মেঠো সুরের ছায়।

কেমন করে এমন হলো,
যা হতো না আগে
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক যদি জাগে (x2)

বলি ও সজনী…
বলি ও সজনী তোর হাতে যে
আমার জীবন তাই।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর,
জল ছবিরই গায়
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায়,
রে মেঠো সুরের ছায়।

Also, Read about :