Tui Borsha Bikeler Dheu Song Lyrics – Rocky Movie

Tui Borsha Bikeler Dheu Song Lyrics

তুই বর্ষা বিকেলের ঢেউ,
তুমি আমার কাছের কেউ
তুই চাদরে ওড়ানো রাত,
তোকে দেখতে পেয়েছি হঠাৎ (x2)
দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই,
দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই।

তুই ফর্সা সকালের রেশ,
তুই আমার ঘুমের দেশ
তুই চাদরে মোড়ানো রাত,
তোকে চিনতে পেরেছি হঠাৎ
দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই,
দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই।

এসে গেছে দিন, কতনা রঙিন
নামে তোর এ শহর দেবো লিখে সব আমার
তুই এলি তাই, মন হল ঠিক
কাছে তোর ঘুম ঘোর, নেব চেয়ে যা চওয়ার

চেনা তোর ইশারায়, ফেলেছে কি জ্বালায়,
এসেছে এ কি ঝড় অবেলায়
হা.. দিয়েছে কি হওয়া হয়েছি উড়ো খই,
রয়েছি আমাতে আমি কই।

তুই বর্ষা বিকেলের ঢেউ,
তুমি আমার কাছের কেউ
তুই চাদরে ওড়ানো রাত,
তোকে দেখতে পেয়েছি হঠাৎ

এনে দেবো চাঁদ, ভাবনা অবাধ
এলে তুই, আমি ছুঁই, এক লাফে তারাদের
এনে দেব ক্ষণ, ছাপিয়ে আপন,
জন্যে তোর, হবে ভোর, মায়া মিঠে রাতের
চেনা তোর ইশারায়, ফেলেছে কি জ্বালায়,
এসেছে এ কি ঝড় অবেলায়
দিয়েছে কি হওয়া হয়েছি উড়ো খই,
রয়েছি আমাতে আমি কই।

তুই ফর্সা সকালের রেশ,
তুই আমার ঘুমের দেশ
তুই চাদরে মোড়ানো রাত,
তোকে চিনতে পেরেছি হঠাৎ
দিয়েছে কি হওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই..

Also, Click here for the details of Telugu Movies :