Ekhon Onek Raat Song from Hemlock Society Movie. This Song is Sung, lyrics and Music Composed by Anupam Roy.
Ekhon Onek Raat Song Lyrics In Bengali
শিরোনামঃ এখন অনেক রাত
কথা, সুর ও কণ্ঠঃ অনুপম রায়
মুভিঃ হেমলক সোসাইটি
এখন অনেক রাত,
তোমার কাঁধে আমার নিঃশ্বাস,
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত,
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে
টলছি কেমন নেশায়।(২)
কেন যে অসংকোচে অন্ধ গানের কলি,
পাখার ব্লেড-এর তালে সোজাসুজি কথা বলি।
আমি ভাবতে পারিনি,
তুমি বুকের ভেতর ফাটছো,
আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারিনি,
তোমার গালে নরম দুঃখ,
আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ।
তোমার গানের সুর,
আমার পকেট ভরা সত্যি মিথ্যে
রেখে দিলাম তোমার ব্যাগ-এর নীলে
জানি তর্কে বহুদূর,
তাও আমায় তুমি আঁকড়ে ধরো,
আমার ভেতর বাড়ছো তিলে তিলে।
কেন যে অসংকোচে অন্ধ গানের কলি,
পাখার ব্লেড-এর তালে সোজাসুজি কথা বলি।
আমি ভাবতে পারিনি,
তুমি বুকের ভেতর ফাটছো,
আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারিনি,
তোমার গালে নরম দুঃখ,
আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ।
এখন অনেক রাত,
তোমার কাঁধে আমার নিঃশ্বাস,
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত,
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে
টলছি কেমন নেশায়।
এখন অনেক রাত,
তোমার কাঁধে আমার নিঃশ্বাস,
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ভালোবাসায় …
Also, Read:
- Check out the new movies online free – movierulez
- Watch latest HD video songs online free from videosongs.club
- Information about the box office reports from boxofficeupdate.co
- How to watch full movie online from voot.club
- All-time super hit movies online from netflixmovies