Icchera Song Lyrics – Ahaa Re Movie

Icchera Song from Ahaa Re Movie. This Song is Sung by Ishan Mitra. Lyrics are Penned by Subhadeep Kantal and Music Given by Souvik Gupta.

Icchera Song Lyrics in Bengali

ইচ্ছে আমার তোমায় খোঁজার তারাদের পথ ধরে
তোমার ঠিকানা আজও অজানা
জানিনা কতদূরে
আর নতুন শহরের বাহানাও জানে
তুমিহীনা হে আমার
আমার ঘুমহীন রাতেরা হয়তো মানে অভিমানের অধিকার.
ইচ্ছেরা তোমায় নিয়ে যে যাবে
কান্নাহীন ওই দেশে

ও মন তোর ইশারায় আয় বাঁধি জীবনের তরী
ও মন আজ বুঝে নে এই গল্পতে আমি তুই.
শিখেছি, শিখেছি মেনেছি তোমাকেই
হৃদয়ের ভাষাতে শুনেছি তোমাকেই
তবু যেন মনে হয় ওই কাজল চাওয়ায়
হাতের রেখা যে হাসে
ইচ্ছে আমার

বৃষ্টি ভেজার তোমার শ্রাবনে
হাসি আমার সাথে তোমার রেখো খেয়ালে
আর ভাবনারা আমার গানে তোমার
নতুন কোনো সুর শোনে
আজ খুশিরা আমার সাথে তোমার
আনমনে স্বপ্ন বোনে.
ইচ্ছেরা তোরা ভালো যে থাকিস
ভালোবাসাতে

মন তোর ইশারায় আয় আঁকি এক নতুন ছবি
ও মন আজ বুঝে নে
তোরই জীবনের আমি
মন তোর ইশারায়
আয় বাঁধি জীবনের তরী
ও মন আজ বুঝে নে এই গল্পতে আমি তুই.

Also, Read: