Bhabini Kokhono Ebhabe Song Is Sung by Imran Mahmudul from Bidrohi Bengali Movie.The film actor is Shakib Khan And Bubly and the Music was Composed by Akassh Sen And Vabini Kokhono Evabe the song Lyrics In Bengali penned by Priyo Chattopadhyay. The song was reached 32M on the youtube channel. The official YouTube channel of Eagle Music artist is DJ Maruf.
Bhabini Kokhono Ebhabe Song Lyrics In Bengali
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে।
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে,
ছিলি কল্পনাতে, ছিলি স্বপ্ন রাতে
আজ ছুঁয়েছি অনুভবে ..
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে।।
তোকে ভেবে মনে নদী বয়ে যায়
আমি ভাসি, আমি ডুবি মোহনায়,
তোকে ভেবে মনে নদী বয়ে যায়
আমি ভাসি, আমি ডুবি মোহনায়।
হৃদয়ের কারবার
শুধু তোর আর আমার,
শুরু হলো যে দারুন ভাবে ..
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে।।
তোকে ভেবে জেগে থাকি জোছনায়
চাঁদ হাসে যেন তোরই ইশারায়,
তোকে ভেবে জেগে থাকি জোছনায়
চাঁদ হাসে যেন তোরই ইশারায়।
কাছে যাই যতবার
হয়ে যাই একাকার
আমি বাঁচবো না তোর অভাবে ..
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে,
ও ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে।।
Also, Read: Tui Borsha Bikeler Dheu Song Lyrics – Rocky Movie