Eagle Music Brings the New Song For Bengali Music Lovers. They Proudly Presenting the Official Music Video song Ami Tomar Jonno Kadi. Ami Tomar Jonno Kadi Lyrics Is Sung by Baul Sukumar. The song actor is Afjal Sujon And Ontora. The music was composed by Ankur Mahamud And Ami Tomar Jonno Kandi Lyrics In Bengali Written by Bijon.
Ami Tomar Jonno Kadi Song Lyrics In Bengali
আমি তোমার জন্য কাঁদি
তোমার মন কি কাঁদে না?
আমি তুমার জন্য কাঁদি
তোমার মন কি কাঁদে না?
কাঁদালে কাঁদিতে হবে
তাও কি তুমি জানো না?
তোমার মন কি কাঁদে না?
আমি তোমার জন্যে কাঁদি
তোমার মন কি কাঁদে না?
বন্ধু তোমায় বেসে ভালো
আমার এ কি জ্বালা হলো,
কাঁদিতে জনম গেল,
কাঁদিতে জনম গেল
আর কাঁদিতে পারিনা।
তোমার মন কি কাঁদে না?
আমি তুমার জন্যে কাঁদি
তোমার মন কি কাঁদে না?
আমার মতন কয়জন বলো
বসবে তোমায় এতো ভালো?
সুবাস ছাড়া ফুলে বন্ধু,
সুবাস ছাড়া ফুলে বন্ধু
মন তো কারো গোলে না।
তোমার মন কি কাদে না?
আমি তুমার জন্যে কাদি
তোমার মন কি কাঁদে না?
যে আগুনে জ্বলছি আমি
সেই আগুনে জ্বলবে তুমি,
নিজের ভুলে কাঁদবে সেদিন,
নিজের ভুলে কাঁদবে সেদিন,
পাশে তো কেউ থাকবে না।
তুমার মন কি কাঁদে না?
আমি তোমার জন্যে কাঁদি
তোমার মন কি কাঁদে না?
Also, Read: Tumi Purnimari Song Lyrics – Samz Vai