Kothay Jabi Lyrics

Kothay Jabi Lyrics – Samz Vai

Presenting the Bangla new romantic number titled is Kothay Jabi for Bengali music lovers. Just Enjoy the Bangla New Song 2020 Kothai Jabi and share it with your loved ones. Kothay Jabi Song Is Sung by Samz Vai Bangla Song 2020. The song stars Zaher Alvi And Subha, Music was composed by Tanzil Hasan. Bol Tui Kothay Jabi song Lyrics In Bengali Written by Samz Vai.

Kothay Jabi Song Lyrics In Bengali

কতো কথা আমারো না বলা রয়ে যায়
স্মৃতি গুলো কেন আমাকে কাঁদায়,
জানি না কেন এমন হয় আমারই সাথে
ভালবাসা আমার না পাওয়াই রয়ে যায়।

আমারও তো মনে হয় থাকি তোমার পাশে
কি এমন তোমারও হয় আমায় ভাল বাসিলে,
কেন কর এমন বলনা?
ভালবাসি বলে কেন কর ছলনা?
বল তুই কোথায় যাবি এই আমারে ছাড়ি?
বল আমার মত আর তুই কোথায় পাবি,
কোথায় যাবি? ..

মনে মনে ভেবে আর লাভ নেই আমারও
আমার কেন ইচ্ছা হয় থাকতে পাশে তোমারও।
তবু বুঝিনা কেন জানিনা
এ কেমন মায়া তোমারও,
আমাকে রাখে ঘিরে, আসতে চায় ফিরে
তবু পারিনা ফিরতে আমার এ ঘরে,
হারিয়ে যাই বারেবারে তোমার কাছে।

ভালো তো লাগে না,
একা থাকার যন্ত্রনা
তুমারো অই দু চোখে আমার
ভালোবাসার ঠিকানা।
বল তুই কোথায় যাবি
এই আমারে ছাড়ি?
বল আমার মত আর তুই কোথায় পাবি?
কোথায় যাবি? ..

Also, Read: Ki Jala Song Lyrics – Ahaa Re Movie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *